চুয়াডাঙ্গা গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি উপলক্ষে শস্য কর্তন মাঠদিবস

 

স্টাফ রিপোর্টার: ফলন বৃদ্ধি এবং সারের অপচয় কমিয়ে কৃষকের আয় বাড়ানোর ওপর গুটি ইউরিয়া প্রয়োগ প্রযুক্তি ও  শস্য কর্তন উপলক্ষে মাঠদিবস পালিত হয়েছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফুলবগাদি গ্রামের ঈদগা মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও আইএফডিসি আপি প্রকল্পের যৌথ উদ্যোগে এ কর্মসূচির  আয়োজন করা হয়। স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ তাপস কুমার। বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষক আইএফডিসি কৃষিবিদ আল মোবাশ্বের হোসেন, আইএফডিসির ফিল্ড মনিটরিং অফিসার জহুরুল হক, মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা হাজি আবু তাহের। ফিড দ্য ফিউচার বাংলাদেশ কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন ত্বরান্বিতকরণ কর্মকাণ্ড এনপিকে গুটি প্রয়োগ প্রযুক্তি বিষয়ক মাঠদিবসে শতাধিক কৃষাণ ও কৃষাণী অংশগ্রহণ করেন। সাধারণ ইউরিয়ার পরিবর্তে গুটি ইউরিয়া প্রয়োগ করে ব্রিরি ধান -৪৮ চাষ করে বিঘাপ্রতি অতিরিক্ত ৩-৪ মণ হারে ফলন বেশি পাওয়ায় ৩ জন কৃষককে পুরস্কৃত করা হয়।