পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরে কুশোডাঙ্গার এক বৃদ্ধা গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের একটি আম বাগান থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, পেটে পীড়া সইতে না পেরে বৃদ্ধা নিমরী খাতুন আত্মহত্যা করেছে।
পুলিশ ও এলাবাসীসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের কুশোডাঙ্গা স্কুলপাড়ার সোনা উল্লাহর স্ত্রী দীর্ঘদিন ধরেই পেটের পীড়ায় ভুগছিলেন। নিমরী খাতুন (৫৫) গতকাল বুধবার ভোরের দিকে বাড়ির সামনে আমবাগানের আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। চুয়াডাঙ্গা সদর থানার এসআই পিয়ার আলী ঘটনাস্থল পরিদর্শন করে অপমৃত্যু মামলা রেকর্ড করেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই পিয়ার আলী জানান, পেটের ব্যাথার যন্ত্রণা সইতে না পেরেই নিমরী খাতুন আত্মহত্যা করে।