স্টাফ রিপোর্টার: রিও অলিম্পিক মিশন শুরু করতে যাচ্ছেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার দেশের জন্য সম্মানজনক ফল আনার প্রত্যয়ে মাঠে নামবেন তিনি। এর আগে অলিম্পিক ভিলেজে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন বাংলাদেশের পতাকাবহনকারী এ গলফার। নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলেও নিজের সেরা পারফরম্যান্স দিয়ে সম্মানজনক ফল বয়ে আনতে চান দেশের জন্য। গলফে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন অনেক আগেই। নিজের প্রথম অলিম্পিকেই উদ্বোধনী অনুষ্ঠানে বহন করেছেন দেশের পতাকা। ভিন্ন সেই অনুভূতি নিয়ে গর্বিত গলফার সিদ্দিকুর রহমান। রিওতে সারা বিশ্বের অ্যাথলেটদের সাথে ইতিহাসের সবচেয়ে বড় অলিম্পিক ভিলেজে আছেন সিদ্দিকুর রহমানও। সেই অভিজ্ঞতায়ও অনুপ্রাণিত বাংলাদেশি এ গলফার। অলিম্পিকে নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে গলফ কোর্সে নামতে চান না ২০১০ সালের ব্রুনাই ওপেন জয়ী এ গলফার। তবে আশা রয়েছে, দেশের জন্য সম্মানজনক ফল বয়ে আনার। ওয়াইল্ড কার্ড ছাড়া সরাসরি অলিম্পিকে অংশ নেয়া ৩১ বছর বয়সী এ গলফারের কোর্সের চ্যালেঞ্জটা ১৬ কোটি বাংলাদেশির প্রত্যাশা পূরণেরও।