গাংনীর হাড়িয়াদহ-গোপালনগর মাঠ থেকে ট্রান্সফরমার ও সেচ পাম্প চুরি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার হাড়িয়াদহ ও গোপালনগর মাঠ থেকে ৬টি বৈদ্যুতিক সেচ পাম্প ও দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এতে ভরা মরসুমে চরম বিপাকে পড়েছেন ওই মাঠ দুটির শত শত কৃষক।

জানা গেছে, হাড়িয়াদহ মাঠ থেকে ওই গ্রামের আব্দুর রব, দাউদ হোসেন, রুবেল হোসেন, আনছার আলী, আফজাল হক ও উজির আলীর বৈদ্যুতিক সেচ পাম্প খুলে নিয়ে যায় একদল চোর। রাতে সংঘবদ্ধ চোর সেচ পাম্পের ঘর থেকে এগুলো চুরি করে নিয়ে যায়। প্রতিটি সেচ পাম্পের অধীনে অন্তত ২০/২৫ বিঘা ধান ও মরিচসহ বিভিন্ন ফসলি জমি রয়েছে। সেচ পাম্প চুরি হওয়ায় তা পুণরায় কেনা সম্ভব হচ্ছে না অনেক চাষির।

এদিকে একই রাতে হাড়িয়াদহ গ্রামের পার্শ্ববর্তী গোপালনগর গ্রামের মাঠের ইসরাইল হোসেনের ৫ কেভি এবং রেজাউল হকের বৈদ্যুতিক সেচ পাম্পের ১০ কেভি ট্রান্সফরমার পোল থেকে চুরি করে নিয়ে যায় চোরের দল। গতকাল সকালে ক্ষেতে সেচ দিতে গিয়ে ক্ষতিগ্রস্থ চাষিরা চুরির বিষয়টি টের পান। এতে চরম বিপাকে পড়েছেন ওই দুটি সেচ পাম্পের অধীন ক্ষেতের চাষিরা।

এ উপজেলার বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই এসব সেচ সরঞ্জাম চুরির ঘটনা ঘটে। কিন্তু উদ্ধারের সংখ্যা খুবই কম। তাই চোর আটক ও সেচ পাম্প এবং ট্রান্সফরমার উদ্ধার করা না গেলে চাষিদের ক্ষতির পরিমাণ বাড়তে থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার চাষিরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে চাষিদের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা ক্ষতিগ্রস্থ চাষিদের। তবে এ ব্যাপারে অভিযান চলছে বলে জানান গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। ট্রান্সফরমার চুরির বিষয়ে থানায় জিডি করা হচ্ছে বলে পল্লী বিদ্যুত সূত্রে জানা গেছে।

Leave a comment