জীবননগর সুটিয়ায় প্রতিবন্ধীর ভিটেজমি দখলের অভিযোগ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সুটিয়া গ্রামে প্রতিবন্ধী পরিবারের ভিটেজমি দখলের চেষ্টা করা হচ্ছে। প্রতিন্ধীর বড় ভাই মৃত দাউদ হোসেনের দু ছেলে আব্দুস সামাদ টন্টু ও মন্টু এ জমি তাদের রেকর্ডভূক্ত দাবি করে প্রতিবন্ধী সয়ে খাতুনের ভিটেজমি গ্রাস করতে নানাভাবে তাকেসহ তার প্রতিবন্ধী ৩ মেয়ে ও স্বামীর ওপর নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জানা যায়, সুটিয়া গ্রামের দাউদ হোসেনের মেয়ে সয়ে খাতুন প্রতিবন্ধী। তার পিতা তাকে প্রতিবন্ধী আজিজুল ইসলামের সাথে বিয়ে দিয়ে ঘর জামাই রাখেন। তাদের ঘরে ৩ মেয়ে রয়েছে। তারা সকলেই প্রতিবন্ধী। সয়ে খাতুনের বড় ভায়ের দুই ছেলে টন্টু ও লাল্টু এ জমি গ্রাস করতে তারা নানাভাবে নির্যাতন করতে থাকে। গত ৩ জুলাই তাদের ওপর নির্যাতন করা হলে এ ব্যাপারে সয়ে খাতুনের অপর ভাই লাইল উদ্দিন বাদী হয়ে টন্টু ও লাল্টুসহ ৫ জনকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করেন। কিন্তু এর পরও তারা থেমে নেই। সয়ে খাতুন তার ভিটে জমি প্রাঁচিল দিয়ে ঘিরে নিতে গেলে তাতেও বাধা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এ ঘটনায় গ্রামবাসী গণস্বক্ষর করে পুলিশ সুপার বরাবর একটি অভিযোগও করেছে।