গাংনী প্রতিনিধি: শ্রেণিকক্ষে পাঠদানে ছাত্রছাত্রীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার তাগিদ দিলেন মেহেরপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল শনিবার দুপুরে মেহেরপুর গাংনী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ চত্বরে জঙ্গিবাদ বিরোধী ছাত্রছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ শুধু আওয়ামী লীগের একার সমস্যা নয়। এটি বৈষ্ণিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ কারো জন্য মঙ্গল বয়ে আনতে পারে না। দেশের দুটি স্থানে হামলায় অংশগ্রহণকারী জঙ্গিদের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ছেলেমেয়েরা কী করছে, কোথায় যাচ্ছে তা অভিভাবক ও শিক্ষকদের নজর রাখতে হবে। ছাত্রছাত্রীদের মাঝে যদি দেশপ্রেম আরও জাগ্রত করা যায় তাহলে তারা মানুষের মতো মানুষ হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আ.লীগ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, জেলা যুবলীগ নেতা গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, আ.লীগ নেতা মনিরুজ্জামান আতু, আহসান উল্লাহ মোহন, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা যুব মহিলা লীগ সভানেত্রী শাহানা ইসলাম শান্তনা। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বিভিন্ন মতামত ব্যক্ত করেন ছাত্রছাত্রীদের সজাগ থাকার আহ্বান জানান অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও শিক্ষক কর্মচারীবৃন্দ।