বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চুয়াডাঙ্গা শাখার সম্মেলনের এক বছর পর কেন্দ্রীয় সিদ্ধান্ত
কোহিনুর বেগমকে সভানেত্রী ও নুরুন্নাহার কাকলী সাধারণ সম্পাদিকা
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মেলনের এক বছর পর সভাপতি ও সাধারণ সম্পাদিকার নাম ঘোষণা করা হয়েছে। কোহিনুর বেগমকে চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নুরুন্নাহার কাকলীকে সাধারণ সম্পাদিকা ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিকে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মিলিতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে।
ই-মেলে দৈনিক মাথাভাঙ্গা বরাবর প্রেরিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভানেত্রী সাবেক সংসদ সদস্য আশরাফুন নেছা মোশারফ ও সাধারণ সম্পাদিকা পিনু খান এমপি স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, গত ২৩ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালের ২৭ জুলাই চুয়াডাঙ্গা জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ২৩ জুলাই অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকর কমিটির সভায় সর্বসম্মতিক্রমে কোহিনুর বেগমকে সভানেত্রী ও নুরুন্নাহার কাকলীকে সাধারণ সম্পাদিকা ঘোষণার জন্য সিদ্ধান্ত নেয়া হয়। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সভানেত্রী ও সাধারণ সম্পাদিকাকে সম্মিলিতভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের নিকট জমা দেয়ার জন্য নিদের্শ দেয়া হয়েছে।
ই-মেলে প্রেরিত পত্রের বিষয়ে জানতে চেয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদিকা মাহমুদা বেগমের সাথে যোগাযোগ করা হলে তিনি চুয়াডাঙ্গা জেলা মহিলা আ.লীগের এ কমিটির সত্যতা নিশ্চিত করেছেন।