জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার ঐতিহ্যবাহী উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে ২০১৬ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। একই সাথে কৃতী শিক্ষার্থীর পিতা-মাতাকেও সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচলনা পরিষদের সভাপতি সাংবাদিক মো. সালাউদ্দীন কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উথলী ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, পরিচালনা পর্ষদের সদস্য মো. আশকার আলী, মো. মিজানুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মমতাজ উদ্দীন প্রমুখ। এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।