গাংনী প্রতিনিধি: গাঁজা সেবন ও রাখার দায়ে আব্দুর রাজ্জাক (৩৮) নামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর গাংনী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ওই দণ্ড ঘোষণা করা হয়। দণ্ডিত আব্দুর রাজ্জাক সদর উপজেলার বন্দর গ্রামের টগর শেখের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল সকালে এ উপজেলার আকুবপুর গ্রামের সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ বাস হেলপার আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়। আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান গ্রেফতার অভিযান পরিচালনাকারী বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা।