২০১৬-২০১৭ অর্থ বছরে দর্শনা পৌরসভায় সাড়ে ১২ কোটি টাকার বাজেট ঘোষণা

 

দর্শনা অফিস: দর্শনা পৌরসভায় প্রস্তুতি বাজেটসভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় পৌর শহরের উন্নয়নের জন্য সাড়ে ১২ কোটি টাকা বাজেট ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ২০১৬-১৭ অর্থ বৎসরের প্রস্তাবিত বাজেটসভা অনুষ্ঠিত হয় পৌর হলরুমে। দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মনজু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জঙ্গি-সন্ত্রাসবাদ ও মাদকমুক্ত দেশ গড়ার অঙ্গীকার নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে হবে। তিনি দর্শনা পৌরসভার উন্নয়নে সর্বদা পৌরবাসীকে পাশে থাকারও অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় ১৭ পাতা বিশিষ্ট প্রস্তাবিত বাজেট পাঠ করেন পৌর হিসাবরক্ষক সৈয়দ রুমি আলম পলাশ। এবারের প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয়ের পরিমাণ ধরা হয়েছে ১২ কোটি ৩৮ লাখ ৫৯ হাজার ৪ শত ২১ টাকা ৬৮ পয়সা। ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৯ শত ৪২ টাকা। ফলে বছর শেষে উদ্বৃত্ত টাকার পরিমাণ থাকছে ১১ লাখ ১১ হাজার ৪শ ৭৯ টাকা ৬৮ পয়সা। সভায় আরো উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, সাবেক উপাধ্যক্ষ মোশাররফ হোসেন, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, পুরাতন বাজার মসজিদের পেশ ইমাম মাও নুরুল ইসলাম, দর্শনা গণউন্নয়ন গ্রন্থাগারের পরিচালক কবি আবু সুফিয়ান, আ. লীগ নেতা আমির হোসেন, অংকুর আদর্শ বিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা রুস্তম আলী, রেজাউল করিম সবুর, হাজী হারুন অর রশিদ, আব্দুল মমিন, আ, কাইয়ুম, এরশাদ আলী মাস্টার, নজরুল ইসলাম মাস্টার, হুমায়ুন কবির, পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, জাহানারা খাতুন, কাউন্সিলর হাসান খালেকুজ্জামান, সাহিকুল ইসলাম অপু, মনির সরদার, নজরুল ইসলাম, কানচু মাতবর, চান্দু মাস্টার, মঈনুদ্দিন মন্টু, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আম্বিয়া খাতুন ফুট্টরি, সুরাতন নেছা, সাবেক কাউন্সিলর কাঞ্চন বিবি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হারুন অর রশিদ।