বখতিয়ার হোসেন বকুল: দামুড়হুদায় ইসলামের দৃষ্টিতে জঙ্গিবাদ ও জঙ্গি নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে কানন বিদ্যাপীঠ প্রাঙ্গণে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগরের আয়োজনে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজি সহিদুল ইসলাম।
দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, দামুড়হুদা মডেল থানার ওসি আবু জিহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্টু, মমিনুল হক, রফিকুল আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দফতর সম্পাদক আলী মুনসুর বাবু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ খোকন, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক জাফর আলী, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু তালেব, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার নূর জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা যুবলীগ নেতা শফিউল কবির ইউসুফ, হযরত আলী প্রমুখ।
ইমাম প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সভাপতি হাজি মাও. শফিকুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মুফতি গোলাম কিবরিয়া, হাজি নুরুল ইসলাম, মাদরাসা সুপার মীর জান্নাত আলী, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন প্রিন্সিপাল কামার উদ্দিন, প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও আলাউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আলী আজগার টগর জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক প্রবৃদ্ধিসহ সামাজিক বৈষম্য দুর করে এদেশকে জঙ্গিবাদমুক্ত অসাম্প্রদায়িক উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। ২০২১ সালের মধ্যে এদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। যখন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে ঠিক সে সময়ে ৭১’র পরাজিত শক্তি এদেশে সন্ত্রাস কায়েমের মধ্যদিয়ে এদেশকে একটি জঙ্গিবাদ রাষ্ট হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরতে মরিয়া হয়ে উঠেছে। তারাই ইসলামের অপব্যাখ্যা করে যুবকদের বিপথে নিয়ে যাচ্ছে। যারা ওই সন্ত্রাসী ও জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে তাদের মনে রাখতে হবে অন্যায়ভাবে কাউকে হত্যা করে বেহেস্ত পাওয়া যাবে একথা পবিত্র কোরআনের কোথাও লেখা নেই এবং ইসলাম এটা সমর্থন করে না।
বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার রশীদুল হাসান, আলেম সমাজের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা যেভাবে বলছেন যদি আর একটু ভালোভাবে বলেন তাহলে জঙ্গিবাদের পথ থেকে অনেকেই সরে আসবে। তিনি আগামী প্রজন্মের বিষয়টি বিবেচনায় নিয়ে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, একজন পিতা হিসেবে আপনার সন্তানের সাথে প্রতিদিন একঘণ্টা সময় দিন। তার সাথে বন্ধুসুলভ আচরণ করুন। দেখবেন আপনার ওই ছেলে দেশের সম্পদ হয়ে উঠবে। সে কখনই সন্ত্রাসী বা জঙ্গি হবে না। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন নাজির হামিদুল ইসলাম।