মুন্সিগঞ্জ রেলস্টেশনে চুয়াডাঙ্গার বিজিবির অভিযান : ভারতীয় শাড়ি উদ্ধার

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ রেলস্টেশনের মহানন্দ ট্রেন থেকে চুয়াডাঙ্গার বিজিবি ভারতীয় শাড়ি উদ্ধার করেছে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে- ২০ পিস শাড়ি উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ৩টি ব্যাগে প্রায় ১শ পিস শাড়ি উদ্বার করা হয়েছে।

জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জ রেলস্টেশন থেকে চুয়াডাঙ্গা বিজিবি মহানন্দ এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে ভারতীয় শাড়ি উদ্ধার করে। ঘটনাস্থলে উপস্থিত থেকে বিজিবির সাথে কথা বলতে গেলে চুয়াডাঙ্গা বিজিবির ভারপ্রাপ্ত সুবেদার মেজর ইসমাইল পরিচয় দিয়ে বলেন, শাড়ি উদ্ধার করা হয়েছে মোবাইলফোনে জানানো হবে। রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিককে জানান, আগের পরিচয় ভুল ছিলো। আমি নায়েক সুবেদার ইসমাইল জুয়েল। মোট ২০ পিস শাড়ি উদ্ধার করা হয়েছে। শাড়ির আনুমানিক মূল্য ১ লাখ টাকা। ৩টি ব্যাগে ১শ পিসের ওপরে শাড়ি ছিলো বলে স্থানীয়দের ধারণা। তাহলে বাকি শাড়ি কোথায় গেলো? এ ব্যাপারে ঘটনাস্থলে এসে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে চুয়াডাঙ্গার বিজিবির পরিচালকের সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।

Leave a comment