দামুড়হুদা কার্পাসডাঙ্গার মাদকসম্রাট বারেকসহ দুজন আটক : ফেনসিডিল উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার রুদ্রনগর থেকে ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গ্রামের মাদরাসার সামনে মোটরসাইকেলের গতিরোধ করে দুই যুবকের তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কার্পাসডাঙ্গার চিহ্নিত মাদকব্যবসায়ী আব্দুল বারেক ও আব্দুর রহিমকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেয়া হয়।

গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে কার্পাসডাঙ্গার আব্দুল বারেক ফেনসিডিল ব্যবসা করে আসছিলো। গতকাল বিকেলে ফেনসিডিল পাচারের সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের এসআই আমির আব্বাস ও ইব্রাহীমের নেতৃতে দামুড়হুদার রুদ্রনগরে অভিযান চালানো হয়। রুদ্রনগর দারুল কোরআন হাফেজিয়া মাদরাসার সামনে আব্দুল বারেকের মোটরসাইকেল গতিরোধ করে তল্লাশি করা হয়। মোটরসাইকেলে থাকা ব্যাগের মধ্যে থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেল চালক মাদকসম্রাট কার্পাসডাঙ্গা মাঝেরপাড়ার মৃত আব্দুল গনির ছেলে আব্দুল বারেক (৩৫) ও আরোহী একই এলাকার আবু সিদ্দিকের ছেলে আব্দুর রহিমকে আটক করে গোয়েন্দা পুলিশ। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মোটরসাইকেলটি জব্দ করে আটককৃত বারেক ও রহিমকে জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়। গতরাতেই তাদেরকে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।