দর্শনা অফিস: গোটা দেশে বিরাজ করছে জঙ্গি আতঙ্ক। জঙ্গি আতঙ্কসহ বিভিন্নভাবে আন্তর্জাতিক রেল স্টেশনে মৈত্রী ট্রেনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করণে স্টেশন কর্তৃপক্ষ ইতোমধ্যেই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করণে স্টেশনে অনুষ্ঠিত হয়েছে বৈঠক। দর্শনা আন্তর্জাতিক স্টেশনের সুপারিনটেনডেন্ট মীর লিয়াকত আলীর সভাপতিত্বে গত রোববার সন্ধ্যায় অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, আ.লীগ নেতা আলী মুনসুর বাবু, দর্শনা কাস্টমস সার্কেলের রাজস্ব কর্মকর্তা মোস্তফা কামাল চৌধুরী, ইমিগ্রেশন ওসি কামাল হোসেন, রেলওয়ে নিরাপত্তা বিভাগের সিআই গিয়াসউদ্দিন, দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অহিদুল ইসলাম অহিদ, জয়নগর বিজিবি চেকপোস্ট ইনচার্জ নায়েক মাসুম প্রমুখ। বৈঠকে উপস্থিত প্রশাসনের কর্মকর্তারা দর্শনা আন্তর্জাতিক স্টেশনে মৈত্রী ট্রেনযাত্রীদের নিরাপত্তা আরও জোরদারের ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।