আন্দোলনের মাঠ থেকে শ্রমিক স্বার্থ আদায় করেই ঘরে ফিরবো

শ্রমিক-কর্মচারদের দাবি আদায়ে কেরুজ চিনিকলে ফটকসভায় বক্তারা :

 

দর্শনা অফিস:  বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানসহ পরিচালকদের ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে এবার আন্দোলনের মাঠে নেমেছেন দেশের ১৫ চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। ভুল সিদ্ধান্ত প্রত্যাহার করে শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে কেরুজ চিনিকলে অনুষ্ঠিত হয়েছে ফটকসভা। গত ১৬ জুন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরের পরিচালকরা ২০০২ সালের সেটাপনীতি সঠিক না রেখে সাশ্রয় নীতিতে প্রতিটি চিনিকলের প্রচুর পরিমাণ শ্রমিক ছাটাইয়ের সিদ্ধান্ত নেন। ফলে দেশের সবকটি চিনিকলের কমপক্ষে ৫ হাজার শ্রমিক চাকরিচ্যুত হতে পারে। শ্রমিক স্বার্থ আদায়ের লক্ষ্যে ১৯ জুন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের বৈঠকে আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে মোতাবেক দেশের ১৫ চিনিকলে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ৮টার দিকে কেরুজ রেশনসপ চত্বরে অনুষ্ঠিত ফটকসভার সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি মোবারকগঞ্জ চিনিকলের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদপুর চিনিকলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, সহসভাপতি ফরিদুপুর চিনিকলের সাধারণ সম্পাদক কাজল বসু, সাংগঠনিক সম্পাদক মোবারকগঞ্জ চিনিকলের সভাপতি রবিউল ইসলাম নবি, কেরুজ চিনিকলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সাবেক সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স প্রমুখ। জয়নাল আবেদীনের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন শ্রমিক নেতা মোস্তাফিজুর রহমান, ফিরোজ আহম্মেদ সবুজ, বর্তমান পরিষদের সহসভাপতি রেজাউল ইসলাম, ফারুক আহম্মেদ প্রমুখ।