জীবননগরের আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কে গাছ ফেলে ছিনতাই

 

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া-সরোজগঞ্জ সড়কের আতাতলা মাঠে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সড়কে মেহগনি গাছ ফেলে আলমসাধুর গতিরোধ করে তাণ্ডব চালায় মুখোশধারী ছিনতাইকারীরা। যাত্রীদের কাছে টাকা-পয়সা না থাকায় একটি মোবাইলফোন ও ৪শ টাকা ছিনিয়ে তাদেরকে মারধর করে ছেড়ে দেয় মুখোশধারীরা। গতরাত পৌনে ১২টার দিকে চুয়াডাঙ্গার গড়াইটুপি মেলা থেকে বাড়ি জীবননগরের অনন্তপুর ফেরার পথে এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার যাত্রীরা জানান, গতরাতে জীবননগর অনন্তপুর গ্রামের আলমগীর, আশা, ছানু, গাফফার, ইব্রাহিমসহ ৬-৭ জন চুয়াডাঙ্গার গড়াইটুপির মেলা দেখে আলমসাধুযোগে ফিরছিলেন। পথিমধ্যে আতাতলা মাঠে পৌছুলে রাস্তায় মেহগনি গাছ পড়ে থাকতে দেখে আলমসাধু থামানো হয়। আশপাশ থেকে মুখোশধারী ৮-১০ ছিনতাইকারী ধারলো অস্ত্র নিয়ে তাদেরকে ঘিরে ধরে। এ সময় আলমসাধুর যাত্রীদের কাছে থেকে একটি মোবাইলফোন ও নগদ ৪শ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মেলা দেখে ফেরার ফলে যাত্রীদের কাছে বেশি টাকা-পয়সা ছিলো না। ফলে ক্ষিপ্ত হয়ে যাত্রীদের সকলকে ব্যাপক মারধর করে তারা। মোবাইলফোন ও নগদ ৪শ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এদিকে, ছিনতাই হওয়া ওই সড়কে পুলিশি টহল থাকলেও গতরাতে না থাকার ফলে এ ঘটনা ঘটে।

Leave a comment