মেহেরপুরে বিদ্যুত গ্যাস ও জ্বালানি গ্রাহক অধিকার ফোরাম গঠন

 

আমঝুপি প্রতিনিধি: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলা গুলোর মধ্যে সীমান্তবর্তী জেলা মেহেরপুর। ইতিহাস আর ঐতিহ্য ভরা স্বাধীনতার প্রথম রাজধানীসহ লর্ড ক্লাইভ’র আমঝুপি কুঠিবাড়িও এই জেলাতে অবস্থিত। খাদ্য-শষ্য উৎপাদনে শীর্ষ জেলা গুলোর মধ্যে মেহেরপুর অন্যতম। কিন্তু উন্নয়নে পিছিয়ে আছে জেলার মানুষ। মেহেরপুর জেলায় বিদ্যুতের লোড শেডিং অবস্থা সকল জেলার শীর্ষে। পাশাপাশি প্রাকৃতিক গ্যাস লাইনেরও সুবিধা থেকে বঞ্চিত জেলাবাসী। তাই মেহেরপুরে নিরবিছিন্ন বিদ্যুত ব্যবস্থার আওতায় আনাসহ গ্যাসের সংযোগ লাইন স্থাপনের জন্য গতকাল শনিবার ২৩ জুলাই মেহেরপুরের আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র মউকের নিজস্ব হলরুমে মেহেরপুরে নিরবিছিন্ন বিদ্যুত সরবরাহ ও গ্যাস লাইন স্থাপনের দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট ও সাংবাদিক রফিকউল আলম। জেলার ইতিহাস ও ঐতিহ্যসহ মেহেরপুরে বিদ্যুত গ্রাহকদের চরমভাবে হয়রানির চিত্র তুলে ধরেন মানব উন্নয়ন কেন্দ্র (মউক)’র নির্বাহী প্রধান ও মানবাধিকার কর্র্মী আসাদুজ্জামান সেলিম। সভায় মেহেরপুর জেলায় নিরবিছিন্ন বিদ্যুত ও গ্যাস লাইন স্থাপনের দাবিকে জেলায় ছড়িয়ে দেয়াসহ সরকারের কাছে দাবি জানাতে বিশিষ্ট সাংবাদিক রফিকউল আলম আহ্বায়ক, এসএম ফয়েজ, সাংবাদিক আতাউর রহমান ও অ্যাডভোকেট রুতশোভা মণ্ডলকে যুগ্ম আহ্বায়ক ও মউকের নির্বাহী প্রধান আশাদুজ্জামান সেলিমকে সদস্য সচিব করে ১৭ সদস্য বিশিষ্ট বিদ্যুত ও জ্বালানি গ্রাহক অধিকার ফোরামের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি আগামী ৩ মাসের মধ্যে সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করে মেহেরপুর জেলার বিভিন্ন সুধি জনের সাথে আলাপ-আলোচনার পর সরকার বরাবর দাবি নামা পেশ করবে।