কার্পাসডাঙ্গার লেদব্যবসায়ী সামাদ হত্যার ২ বছর পার : তদন্তে কোনো কূলকিনারা পায়নি পুলিশ : চিহ্নিত হয়নি খুনিচক্র

 

ভ্রাম্যমাণ সংবাদদাতা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারের লেদব্যবসায়ী সামাদ হত্যার ২ বছর অতিবাহিত হয়েছে। তদন্তে কোনো কূলকিনারা খুঁজে পায়নি পুলিশ। চিহ্নিত হয়নি খুনিচক্র। বিচারের আশায় স্বজনরা। ২০১৪ সালের ৬ মে দামুড়হুদা  উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের অলী হোসেনের ছেলে আব্দুস সামাদ। তিনি কার্পাসডাঙ্গা বাজারে লেদ ব্যবসায়ী ছিলেন। তিনি ২০১৪ সালে ৬ মে রাত ৯টার দিকে  দামুড়হুদা উপজেলার  গোবিন্দহুদার মুংলা ফকিরের আশ্রম কেন্দ্রে থেকে বাড়ি  ফেরার পথে ছটাংগা নামক মাঠে  দুর্বৃত্তরা  কুপিয়ে হত্যা করে সামাদকে। ৭ মে  সকালে সামাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় নিহত সামাদের স্ত্রী ডলি বেগম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে হত্যা মামলা করেন। সামাদ হত্যার ২ বছর অতিবাহিত  হলেও খুনের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি তথ্য। সামাদের পরিবারের দাবি  খুনিদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করা হোক।