ভালাইপুর প্রতিনিধি: দামুড়হুদার দলিয়ারপুর গ্রামে দরিদ্র কৃষকের দুই বিঘা জমির মিষ্টিকুমড়া কেটে নিয়ে গেছে একই এলাকার কয়েক যুবক। গত মঙ্গলবার রাতের আঁধারে একই এলাকার কয়েকজন কৃষক জান্টুর জমি থেকে মিষ্টিকুমড়া কেটে নিয়ে যায়। বুধবার সকালে সকালে ওই কুমড়ার সন্ধান পাওয়া যায় একই গ্রামে। সন্ধ্যায় সালিশ বৈঠকে বাধা সৃষ্টি করে তা বানচাল করে দেয় অভিযুক্তরা। সালিশে বিচার না পেয়ে গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন হতদরিদ্র কৃষক জান্টু।
জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়হুদার দলিয়ারপুর মাঝেরপাড়ার মৃত আলিম উদ্দিনের ছেলে হতদরিদ্র জান্টু অনেক কষ্টে দুই বিঘা জমিতে কুমড়া চাষ করেছিলেন। গত বুধবার সকালে তিনি দেখতে পান তার জমির কুমড়া কে বা কারা কেটে নিয়ে গেছে। দরিদ্র কৃষক জান্টু হতভম্ব হয়ে তার জমির মিষ্টিকুমড়া খুজতে থাকেন। একপর্যায়ে তিনি জানতে পারেন একই গ্রামের মৃত ফজল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান, মৃত ইসলাম আলীর ছেলে আলাই হোসেন, মৃত শমসের আলীর ছেলে বাদশা ও আকসেদ আলীর ছেলে হেকমত আলী তার জমির কুমড়া কেটে নিয়ে গেছে। কৃষক জান্টু স্থানীয় মাতবরদের কাছে গিয়ে বিষয়টি জানালে বুধবার সন্ধ্যায় সালিস বৈঠকের আয়োজন করা হয়। সালিসে বাধা সৃষ্টি করে তা বানচাল করে দেয় অভিযুক্ত বাদশা ও তার লোকজন। সালিসে কোনো প্রতিকার না হওয়ায় গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান কৃষক জান্টু। এ বিষয়ে অভিযুক্তরা কোনো কথা বলতে রাজি হয়নি। স্থানীয়রা হতদরিদ্র কৃষক জান্টুর ক্ষতি করায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং অভিযুক্তদের বিচারের দাবি করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।