মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির আলোচনাসভা

মেহেরপুর অফিস: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে মেহেরপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর জেলা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির উদ্যোগে ওই আলোচনা সভা  অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার-উজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসানউল্লাহ, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, সাধারণ সম্পাদক এমএ খালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর থানা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সকল শ্রেণি-পেশার মানুষকে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a comment