তারেক রহমানের মামলার রায় ও টিপুসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার রায় ও সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে চুয়াডাঙ্গা, গাংনী ও ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার রায় ও সারাদেশে বিএনপির নেতাকর্মী গ্রেফতার-আটকের তীব্র প্রতিবাদ জানান জেলা বিএনপির নেতৃবৃন্দরা।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুল। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান হবি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য রবিউল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আইনুল হক পচা, সাবেক সহসভাপতি আরশেদ আলী কালু, সাবেক দপ্তর সম্পাদক জেলা মৎস্যজীবী দলের আবু বক্কর সিদ্দিক বকুল, মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল মান্নান, পৌর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শুকুর আলী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সহসভাপতি বজলুর রহমান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, ৪ নং ওয়ার্ড সভাপতি শেখ সেলিম, ৩ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সোহেল, পৌর তৃণমূল দলের যুগ্ম আহ্বায়ক মোমিন খান, যুবদল নেতা আরিফ, নান্টু, মতি, উজ্জ্বল, মালেক, আকবর, ওয়াব, ছাত্রদল নেতা রনি, রকিব, শুকুর, শাহিন, রোকন, সিদ্দিক, আনিস, লিটন, জাফরসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাহিদ মোহাম্মদ রাজীব খান।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অর্থ পাচার মামলায় আদালতের রায়ের পর বিএনপি নেতা জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে প্রতিবাদ সভা করেছে মেহেরপুর গাংনী উপজেলা ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার দুপুরে জাভেদ মাসুদ মিল্টনের গাংনীস্থ কার্যালয়ে আয়োজিত প্রতিবাদসভায় ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেন তৃবৃন্দ। তারেকের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে দায়ের করা হয় বলে মন্তব্য করেন অনুষ্ঠানের বক্তারা। বক্তারা বলেন, সরকার বিএনপিকে ধ্বংস করতেই তারেক রহমানের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে আদালতের মাধ্যমে সাজার আওতায় আনছে। কিন্তু তারেক রহমান কিংবা বিএনপিকে ধ্বংস করা যাবে না। মামলা-হামলা ও যুলুম নির্যাতন যত বাড়তে ততোই জাতীয়তাবাদী চেতনার মানুষ ঐক্যবদ্ধ হবে। তারেক রহমানের রায়ের বিষয়ে কেন্দ্র ঘোষিত সকল কর্মসুচী জাভেদ মাসুদ নেতৃত্বে বাস্তবায়ন করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি কাওছার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আব্দুল আওয়াল, আলফাজ উদ্দীন কালু, উপজেলা শ্রমিক দলের সভাপতি গিয়াস উদ্দীন, পৌর জিয়া পরিষদের সভাপতি আহসান হাবীব বাবু। উপস্থিত ছিলেন যুবদল নেতা জামাল উদ্দীন, সোহরাব, সাইফুল ইসলাম সেলিম, ছাত্রদল নেতা চপল বিশ্বাস, আশিক আহম্মেদ, রফিকুল ইসলাম, সুমন আহম্মেদ, নাইম ইসলাম, আলী কবির, জয় ও জামিরুল প্রমুখ।

ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে পারেনি ঝিনাইদহ জেলা বিএনপি। তারেক রহমানকে উচ্চ আদালতে সাত বছরের কারাদণ্ড ও একই সাথে ২০ কোটি টাকা জরিমানার রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে শহরের কেপি বসু সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলটি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এলে পুলিশ তাতে বাধা দেয়। পুলিশের বাধায় মিছিলকারীরা সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, নিম্ন আদালতে নির্দোষ প্রমাণিত হলেও উচ্চ আদালতে সাজা দেয়া নজিরবিহীন ঘটনা। দেশের মানুষ এ রায় প্রত্যাখ্যান করেছে। এই সরকার তারেক রহমানকে ভয় পায়। তাকে নির্বাচন থেকে দূরে রাখতে সাজা দেয়া হয়েছে। ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য মসিউর রহমান নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম মশিয়ুর রহমান, জাহিদ্জ্জুামান মনা, আনোয়ারুল ইসলাম বাদশা, আব্দুল মজিদ বিশ্বাস, আশরাফুল ইসলাম পিন্টু, আহসান হাবিব রনক, মিজানুর রহমান সুজন, মীর ফজলে এলাহী শিমুল, আরিফুল ইসলাম আনন