স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মেলার মাঠ থেকে রামদা ও চাইনিজ কুড়ুলসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গড়াইটুপির মেলা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে আটক দু’যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ পারভেজ জানান, রাত সাড়ে ৯টার দিকে মেলায় টহলের সময় যাত্রা প্যান্ডেলের ভেতরের একটি স্টলের কাছে সন্দেহ হলে তল্লাশি চালাই। সেখান থেকে জসিম ও কেরামত আলী নামের দু’জনকে আটক করা হয়। এদের কাছ থেকে ৫টি রামদা ও একটি চাইনিজ কুড়ুল উদ্ধার করা হয়েছে। জসিম পার্শ্ববর্তী তিতুদহ গ্রামের গাজিরদ্দিনের ছেলে এবং কেরামত আলী একই গ্রামের আবদুল কাদেরের ছেলে। ওসি তোজাম্মেল হক জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।