গরুভর্তি দানবরূপী লাটাহাম্বার সড়কের পাশের দোকানে ঢুকে কাড়তে বসেছে দোকানির প্রাণ

 

স্টাফ রিপোর্টার: শ্যালোইঞ্জিনচালিত অবৈধযান লাটাহাম্বার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে গুরুতর আহত করেছে সাইকেল মেকানিক্স সুমনকে (১৮)। সে চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা গ্রামের শহিদ হোসেনের ছেলে। গতকালই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে।

জানা গেছে, রাঙ্গিয়ারপোতার সুমনের সাইকেল মেরামতের দোকান রয়েছে আকন্দবাড়িয়া মোড়ের অদূরে। দোকানে বসে কাজ করছিলো সে। সন্ধ্যায় জীবননগরের শিয়ালমারি পশুহাট থেকে গরু নিয়ে ফিরছিলো দানবরূপী লাটাহাম্বার। চালক নিয়ন্ত্রণ হারালে লাটা হাম্বারটি সুমনের দোকানে গিয়ে ধাক্কা মারে। সুমন গুরুতর আহত হয়। স্থানীয়রা লাটা হাম্বার আটক করে। সুমনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। কতব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে ঢাকায় নেয়ার পরামর্শ দেন। গতরাতেই তাকে ঢাকার উদ্দেশে নেয়া হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলো সুমন।

Leave a comment