বেনাপোল কাস্টমসে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় দুই পাসপোর্টধারী যাত্রীর নিকট থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে এ মুদ্রা জব্দ করা হয়। ভারত গমন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী মোখলেছুর রহমান  পাসপোর্ট নম্বর-এএফ ০৭২৯১০৯। বাড়ি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়া গ্রামে। সে ওই গ্রামের ওসমান গণির ছেলে। অপরজন হলেন ঢাকার নন্দীপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম। পাসপোর্ট নম্বর-এএফ ০৯২৩৬৯৭।

বেনাপোল কাস্টমসসূত্র জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ওই দুই পাসপোর্টযাত্রীর ব্যাগ তল্লাশি করে সিঙ্গাপুর-মালায়েশিয়া, আমেরিকা-ব্রিটেনের ডলার ও পাউন্ড উদ্ধার করা হয়। একটি বিশেষ সূত্র জানায়, বেনাপোল চেকপোস্ট দিয়ে এভাবে প্রায় ডলার-পাউন্ড পাচার হয়।

সূত্রটি দাবি করে বলেন, বাংলাদেশি অনেক নাগরিক ভারতে যেয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ভারতীয় নাগরিক হয়ে পাসেপার্ট করে বিদেশে গমন করেন। দালালরা তাদের বিদেশ নিশ্চিত হলে হুন্ডি মাধ্যমে অথবা সাথে করে টাকা নিয়ে ভারত যায়।