দেশের টুকরো খবর

দুটি আন্তর্জাতিক সম্মেলন বাংলাদেশ থেকে স্থানান্তর

স্টাফ রিপোর্টার: এশিয়া-প্যাসেফিক অঞ্চলের অর্থ পাচার রোধ বিষয়ক একটি সম্মেলন বাতিল করা হয়েছে। সেই সাথে বাতিল করা হয়েছে এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সম্মেলন। কি কারণে সম্মেলন দুটি বাতিল করা হয়েছে তা নিশ্চিত করা না হলেও বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে, গুলশান হামলার কারণেই তারা সম্মেলন অন্যত্র করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের ২৪-২৮ জুন বার্ষিক সম্মেলন হওয়ার কথা ছিলো। মূলত এশিয়ার এই দেশগুলো কিভাবে অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন রোধে কাজ করতে পারে তা নিয়ে এই সম্মেলন আয়োজনের কথা ছিলো। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে জানিয়েছেন, জুলাই মাসের এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে না। সম্মেলনটি আগামী সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তার পূর্বেই জানিয়ে দেয়া হবে আয়োজনের স্থান ও সময় সম্পর্কে। এই সম্মেলনে প্রায় ৩৫০ জন বিদেশি ডেলিগেটদের উপস্থিত হওয়ার কথা ছিলো। এদিকে টেলি কমিউনিকেশন বিভাগের পক্ষ থেকে এশিয়া-প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের আন্তর্জাতিক সম্মেলন ২৯ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, এই সম্মেলনটি শ্রীলঙ্কা অথবা থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে ৪৫০ জন বিদেশি ডেলিগেটের উপস্থিত হওয়ার কথা ছিলো।

জঙ্গি অর্থায়ন: সিঙ্গাপুরে ৪ বাংলাদেশির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরে আটককৃত চার বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার এই সাজার রায় ঘোষণা করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন-মিজানুর রহমান  (৩১), রুবেল মিয়া  (২৬), মো. জাবাথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩১) ও সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার (২৯)। এর মধ্যে মিজানুরকে পাঁচ বছরের কারাদণ্ড, সোহেলকে দুই বছরের কারাদণ্ড, রুবেল ও নুরুল ইসলামকে ৩০ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। বাংলাদেশ জঙ্গি হামলার জন্য অর্থ সংগ্রহের দায়ে গত মে মাসে তারা অভিযুক্ত হন। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিল মাসে সাজাপ্রাপ্ত এই চার আসামিসহ আটজনকে আন্তর্জাতিক নিরাপত্তা আইনের অধীনে গ্রেফতার করা হয়। আইএসআইএসকে সমর্থন ও সহিংসতার জন্য প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। দলনেতা মিজানুর তাদের গ্রুপটিবে ইসলামিক স্টেট বাংলাদেশ বলে অভিহিত করেছেন। মিজানুর তিনবার আইএসে যোগ দেয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তুরস্ক ও আলজেরিয়ার ভিসা নেয়া চেষ্টা করেও পাননি। এরপর তিনি সিঙ্গাপুরে যান ও সেখানে অন্তত আটজনকে তার দলে নিয়ে আসেন। তারা নিয়মিত সাক্ষাৎ করতেন ও বাংলাদেশে সশস্ত্র হামলার বিষয়ে আলোচনা করতেন।

ভারতে প্রবেশ করেছে ১০ জেএমবি

স্টাফ রিপোর্টার: জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১০ সদস্য ভারতীয় সীমান্ত প্রবেশ করেছে জানিয়ে দেশটিকে সতর্ক করেছে ভারত। এই ১০ জেএমবি সদস্যের ছবিসহ এই বার্তা পাঠানোর পর থেকে সতর্ক অবস্থায় রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় রাজ্য। আসাম পুলিশের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তার বরাত দিয়ে ফার্স্ট পোস্ট জানায়, জেএমবি জঙ্গিদের অনুপ্রবেশ বিষয়ক একটি চিঠি রাজ্যের পুলিশ সুপারেন্টেডেন্ট কার্যালয়ে এসেছে। দুইদিন আগে আসা এই বার্তায় সন্দেহভাজন ১০ জঙ্গির নাম দেয়া হয়েছে। এই সকলের জঙ্গিদের সাথে ঢাকায় হওয়া হামলার সম্পর্ক আছে বলে জানিয়েছে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো। তারা ভারতকে আরো জানিয়েছে, এই জঙ্গিরা (কলকাতার) উত্তরবঙ্গে থাকতে পারে। ফলে সেখানে ব্যাপকভাবে তল্লাশি চালাচ্ছে দেশটির স্থানীয় প্রশাসন। এই বিষয়টি সামনে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার পর। তিনি নির্দেশ দিয়েছিলেন, ১০ দিনের বেশি কোনো শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকলে তাদের ব্যাপারে খোঁজ নেয়ার জন্য। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে এই ১০ জেএমবি কয়েক বছর ধরে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিল। এ সময় তারা অস্ত্র চালনাসহ বিভিন্ন জঙ্গি প্রশিক্ষণ নেয়।

একনেকে ৫ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন

স্টাফ রিপোর্টার: ৭শ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ৫টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১২ জুলাই) রাজধানীর শেরে বাংলানগর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এসব প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে প্রকল্পগুলোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে ‘বাংলাদেশ কোস্টগার্ডের জন্য বিভিন্ন ধরনের জলযান নির্মাণ’ প্রকল্পটি ৪৪৫ কোটি ৪২ লাখ টাকা ব্যয় ধরে অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত ‘জেলা সদর ও ব্যাটালিয়ন সদরের আনসার ও ভিডিপির ব্যারাকগুলোর ভৌত সুবিধাদি সম্প্রসারণ’ প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ৫২ কোটি ৭১ লাখ টাকা।

 

Leave a comment