শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ১০ দিন অনুপস্থিত থাকলে প্রশাসনকে জানান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ১০দিন অনুপস্থিত থাকলে তালিকা তৈরি করে প্রশাসনকে জানাতে হবে। শিক্ষার্থীরা কীভাবে চলাচল করছে কোথায় যাচ্ছে সেদিকে অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। গতকাল সোমবার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় জেলা প্রশাসক সায়মা ইউনুস এসব কথা বলেছেন।

গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। অতিরিক্ত জেলা প্রশাসক প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সঞ্চালনায় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ছূফি উল্লাহ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাফিজ, চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র-১ একরামুল হক মুক্তা, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নির্মল কুমার দে, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এবিএম রবিউল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. সবুক্তগীন, গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী অমিত কুমার দে, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার আলী, জেলা শিক্ষা অফিসার আজাহার আলী, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এবং সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক সায়মা ইউনুস আরো বলেন, দামুড়হুদা ও জীবননগর উপজেলায় ভৈরব নদ অবৈধ দখলদার মুক্ত  এবং খনন কাজ করতে হবে। উপজেলা পরিষদ হাট-বাজারের রাজস্ব থেকে হাটবাজার উন্নয়নের কাজ করতে হবে। সরকারি হাসপাতালে রোগীরা ওষুধ সঠিকভাবে পায় সেদিকটা খেয়াল রাখতে সিভিল সার্জনকে অনুরোধ করেন। মানুষ ও যানবাহন চলাচলের সুবিধার্থে চুয়াডাঙ্গা শহরে মলিকবিহীন গরুগুলোকে খোঁয়াড়ে নিতে পৌরসভাকে অনুরোধ করা হয়। সরকারি অফিসে শুদ্ধাচার সম্পর্কে নিয়মিত সভা ও সকলকে সৎ থাকার পরামর্শ দেয়া হয়। ইনোভেশন ইন পাবলিক সার্ভিসের আওতায় প্রকল্পসমূহের অগ্রগতি প্রতিবেদন প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া, মাল্টিমিডিয়া ক্লাশরুম ও শিক্ষকদের তৈরি ডিজিটাল কনটেন্ট কার্যক্রমে গতি সঞ্চারের ওপর জোর তাগিদ দেয়া হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা বলেন, প্রতিটি শিশু জন্মের পর ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করতে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান জানান, শিবনগর ডিসি ইকো পার্কের উন্নয়নে ৬ লাখ টাকা এবং জেলা শিল্পকলা একাডেমি ভবন উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়া ২০ নারীসহ ৪০ জন চালককে ড্রাইভিং প্রশিক্ষণ দেয়া হবে। কৃষি নির্ভর পান ও ভূট্রাচাষিদের মান উন্নয়নে প্রশিক্ষণ দেয়া হবে। জীবননগরের চ্যাংখালী মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে শিগগিরই অবৈধ দখলদারদের নোটিশ প্রদান করা হবে।

সিভিল সার্জন ডা. ছিদ্দিকুর রহমান সভায় জানান, সরকারি হাসপাতালে রোগীদের ওষুধ প্রদানে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হবে। জীবননগর ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ শয্যার নবনির্মিত ভবন ব্যবহারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিগগিরই প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে। এনেসথেসিয়া ডাক্তারের অভাবে উপজেলা হাসপাতাগুলোতে অপারেশন না হওয়ায় তিনি কী করণীয় রয়েছে এ বিষয়ে দেখবেন বলে সভায় জানান। আগামী ১৬ জুলাই ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে বলে সভায় জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আনোয়ার আলী সভায় জানান, মেহেরপুর সদর উপজেলার কাথুলী থেকে চুয়াডাঙ্গা দামুড়হুদার সুবলপুর পর্যন্ত ৮৫ কিলোমিটার ভৈরব নদ অবস্থিত। এরমধ্যে কাথুলি থেকে রশিকপুর পর্যন্ত ২৯ কিলোমিটার নদ কাজ চলছে। ২২ কিলোমিটার খননের কাজ চলমান রয়েছে। অবশিষ্ট চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার ৫৬ কিলোমিটারে খনন কাজের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে। সার্ভেস ওয়াটার মডেলিং নামক সংস্থা কাজটি করছে। তিনি সভায় আশ্বস্ত করেন ৫৬ কিলোমিটারের খনন কাজ পানি সম্পদ মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়েছেন খনন কাজ করা হবে। বাংলাদেশ নৌবাহিনী কাজ তদারকী করছে।

জেলা শিক্ষা কর্মকর্তা আজাহার আলী সভায় জানান, মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ নিতে শিক্ষকদের উদাসীনতার কথা জানিয়ে সকলকে সহযোগীতার অনুরোধ করেন। এছাড়া বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তারা দফতরের কার্যত্রম সম্পর্কে সভাকে অবহিত করেন।

Leave a comment