গাংনীতে এতিমদের ভুরিভোজ

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী এতিমখানার এতিম ছাত্রদের ভুরিভোজ করালেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। গতকাল দুপুরে এতিম শিশু ও সেখানকার শিক্ষকদের জন্য দুপুরের খাবার আয়োজন করেন তিনি। ভালো খাবার ও নেতাদের মমতা পেয়ে এক অন্যরকম সময় পার করে এখানকার ছাত্ররা। এতিমদের নেই কোনো সংসার, নেই পিতামাতা। পরিবার-পরিজনের স্নেহ-মায়া-মমতা থেকেও বঞ্চিত। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতরে যখন বাড়ি বাড়িতে আনন্দ উৎসব তখনও এতিম ছাত্ররা তাদের প্রাত্যহিক জীবন যাপন নিয়ে ব্যস্ত। তবে এতিমখানাকেই তারা পরিবার ও স্বজনদের মতো আপন করে নিয়েছে। শিক্ষকরা তাদের পরিবারের শূণ্যতা পুরণের চেষ্টা করেন। আর এতে সহযোগিতা করে থাকেন সমাজের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।

বক্তব্যে এতিম শিশুদের জন্য কিছুটা সময় হলেও স্নেহ-মমতার পরশ দিতে এই ভিন্নধর্মী আয়োজন বলে জানান এমএ খালেক। এতিমদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে যোগদান করে বাড়তি মাত্রা যোগদান করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল এবং মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম, গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আ.লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন, পৌর ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি জহুরুল ইসলাম,  গাংনী কেন্দ্রীয় ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ইনামুল হক ও এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি রাজা মিয়া প্রমুখ।