ঝিনাইদহের বুড়াই এলাকায় পাখিভ্যান ছিনতাই : আটক ১

 

পাঁচমাইল প্রতিনিধি: ঝিনাইদহ বুড়াই নামকস্থানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতরাত ১০টার দিকে বোড়াই মেটের মাঠ এলাকায় ছিনতাইকারীরা একটি পাখিভ্যান ছিনিয়ে নেয় বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ডাকবাংলা ক্যাম্পের এসআই ইসমাইল হোসেন দৈনিক মাথাভাঙ্গাকে জানান, সাধুহাটি গ্রামের আনসার মণ্ডলের ছেলে জালাল গতকাল চুয়াডাঙ্গার বদরগঞ্জ বাজার থেকে পাখি ভ্যানযোগে  ৪ জন যাত্রী নিয়ে ডাকবাংলা বাজারের উদ্দেশে রওনা দেন। পথিমধ্যে বুড়াই মেটের মাঠ নামকস্থানে পৌঁছুলে পাখিভ্যান থামিয়ে চালককে হাত চোখ বেঁধে মারধর করে আহত করে পাখি ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আমরা দ্রুত এসেও ভ্যানটি উদ্ধার করতে পারিনি। তবে এ ঘটনায় সন্দেহভাজন ১ জনকে আটক করেছে পুলিশ।

Leave a comment