ঈদ আনন্দ ভাগাভাগি করতে এতিম শিশু ও রোগীদের মাঝে এমপি ফরহাদ হোসেন

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের ও মেহেরপুর জনারেল হাসপাতালের রোগীদের খোঁজ-খবর নিয়ে ও দলীয় নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে ঈদের দিনটি পার করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন।

ঈদের আনন্দ ভাগাভাগি করতে এদিন দুপুরে ছুটে গেলেন মেহেরপুর সরকারি শিশু পরিবার ও জেনারেল হাসপাতালে। অন্যান্য কার্যক্রমের পাশাপাশি তিনি খোঁজ খবর নেন এতিম শিশু ও রোগীদের। তিনি শিশু পরিবারে শিশুদের পড়া লেখার খোঁজ খবর নেন। ঘুরে ঘুরে দেখেন তাদের আবাসস্থলটি। পরে তিনি নিজ হাতে এতিম শিশুদের দুপুরের খাবার তুলে দেন। এ সময় তিনি বলেন- যেসব শিশু সরকারি শিশু পরিবার থেকে পড়াশোনা করে বের হবে, সরকার তাদের জন্য কোটার মাধ্যমে সরকারি চাকরির ব্যবস্থা করবে। এতিমরা যেন সেখান থেকে বের হয়ে স্বাবলম্বী হতে পারে সেজন্য বর্তমান সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর আগে তিনি মেহেরপুর জেনারেল হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ড এবং কেবিনগুলোতে গিয়ে রোগীদের খোঁজখবর নেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ সময় মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, আরএমও ডা. আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এছাড়া দিনের অন্যান্য সময়ে তিনি দলীয় নেতা-কর্মীসহ মেহেরপুরের সর্বস্তরের নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।