মেসিকে ফেরাতে রাজপথে হাজারো মানুষ

 

মাথাভাঙ্গা মনিটর: মেসির অবসরে পুরো বিশ্ব বিস্মিত। কোটি কোটি ভক্ত চাইছে মেসি যেন জাতীয় দলে ফিরে আসে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি চাইছে আর্জেন্টাইনরা। এজন্য প্রবল বৃষ্টি ও ঠাণ্ডা আবহাওয়া উপেক্ষা করে বুয়েন্স এইরেসের রাস্তায় নামেন লিওনেল মেসির অনেক ভক্ত-সমর্থক। সবার একটাই আকুতি, ‘ফিরে এসো মেসি’। প্রিয় তারকার মন ভাঙাতে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, রাজধানী বুয়েন্স এইরেসে এরই মধ্যে বিশাল ৱ্যালির আয়োজন করেছে আর্জেন্টাইন ফুটবলপ্রেমীরা। সোস্যাল মিডিয়ায় ফেসবুকে চলে এর প্রচারণা চালানো হয়। এতে অংশ নিতে লাখো সমর্থক তাদের সমর্থন জ্ঞাপন করেন। ক্রীড়া ব্যক্তিত্ব, শিল্পী ও রাজনীতিবিদরাও মেসিকে ফিরে আসার আহ্বান জানান। রাস্তায় বিলবোর্ড, ট্রাফিক সিগন্যালগুলোতেও শোভা পায় ‘হ্যাশট্যাগ, নোতেভায়াসলিও’। যার অর্থ দাঁড়ায়, ‘ডোন্ট গো, লিও’। বৃষ্টি বাধা উপেক্ষা করেই ওবেলিস্কো মনুমেন্টের সামনে জড়ো হন মেসির সমর্থকরা। অনেকেই আর্জেন্টিনা পতাকায় ‘মেসিকে ঈশ্বরের সাথে তুলনা করেন’।

এ সময় এক ফেরিওয়ালা মেসির ছবি সম্বলিত টি-শার্ট হাতে নিয়ে ঘোরেন। যাতে লেখা, ‘লিও আমাদের ছেড়ে যেয়ো না।’ ৱ্যালি চলাকালীন একজন জাতীয় পতাকায় তুলে ধরেন, মেসির প্রতি আমার বিশ্বাস আছে। আরেকজনকে দেখা যায়, ‘লিও ডোন্ট লিভ’ লেখা জাতীয় পতাকা হাতে দাঁড়িয়ে আছেন। একইভাবে মেসির এক ক্ষুদে ভক্ত একই লেখা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন।

Leave a comment