হতাশ নয় ইতালি

 

মাথাভাঙ্গা মনিটর: জার্মানির কাছে হেরে ইউরোর শেষ আট থেকে বিদায় নেয়া ইতালির খেলোয়াড়রা মাথা উঁচু করেই বাড়ি ফিরছে বলে মনে করেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। গত শনিবার ফ্রান্সের বোর্দোতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে কোনো দলই আর গোল পায়নি। উত্তেজনা ছড়ানো টাইব্রেকারে ইতালিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে জার্মানি। পিছিয়ে পড়া ইতালিকে সমতায় ফেরাতে নির্ধারিত সময়ে পেনাল্টি থেকে গোল করেন বোনুচ্চি। তবে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন জুভেন্টাসের এ ডিফেন্ডার।

ম্যাচ শেষে বোনুচ্চি বলেন, পেনাল্টিগুলো লটারি এবং তারা আমাদের চেয়ে একটি ভুল কম করেছে। মানুয়েল নয়ার আমাকে ভালোভাবে বুঝতে পেরেছিলো; কিন্তু আমি আরও ভালো করতে পারতাম। এই অভিযান শুরুর সময় আমরা বলেছি যে যদি আমরা ছিটকে পড়ি তাহলে সেটা যেন মাথা উঁচু করেই হয়। আমি মনে করি, ১২০ মিনিট আমরা বিশ্বকাপ জয়ীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। আমরা মাথা উঁচু করে বিদায় নিচ্ছি এবং এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত। গ্রুপ পর্বে ফিফা ৱ্যাংঙ্কিং অনুযায়ী ইউরোপের সেরা দল বেলজিয়ামকে হারানো ইতালি শেষ ষোলোতে জেতে গতবারের ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে।