চুয়াডাঙ্গায় ঈদকে সামনে রেখে জানমাল ও ব্যবসা-বাণিজ্য কেন্দ্রের নিরাপত্তায় জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক উদ্যোগ গ্রহণ

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানমালসহ বিপণী বিতানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ বিপণী বিতানসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক পুলিশ টহল রাখা হয়েছে।

জেলা পুলিশের বিশেষ শাখা কার্যালয়সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা বড়বাজার ও আশপাশ এলাকা, নিউমার্কেট, আলী হোসেন মার্কেট ও আশপাশ এলাকা, প্রিন্স প্লাজা, মালিক টাউয়ার ও আশপাশ এলাকা, ঝিনাইদহ বাসস্ট্যান্ড, চুয়াডাঙ্গা রেলস্টেশন, রেলবাজার ও আশপাশ এলাকায় পুলিশি তদারকি জোরদার করা হয়েছে।

এছাড়া পৌর এলাকার বনানীপাড়া, পলাশপাড়া, শান্তিপাড়া, সবুজপাড়া, বুজরুকগড়গড়ি, হাসপাতালপাড়া, সিনেমা হলপাড়া, চাঁদমারী মাঠ, অফিসার্স কোয়ার্টার, গুলশানপাড়া, কোর্টপাড়া, পুরাতন হাসপাতাল পাড়া, ইমার্জেন্সি রোড, পোস্টঅফিসপাড়া, কবরী রোড, জেলা প্রশাসকের কার্যালয় ও আশপাশ, মুক্তিপাড়া, কলেজপাড়া, রেলপাড়া, বড় মসজিদ পাড়া, আরামপাড়া, রেলস্টেশনসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহ, সাতগাড়ি, এতিমখানা রোড, ঝিনাইদহ বাসস্ট্যান্ড পাড়া, নূরনগর ও ফার্মপাড়া, গোরস্থান পাড়া, থানা কাউন্সিল পাড়া, হকপাড়া, বেলগাছি, মুসলিম পাড়া, বড়বাজার পাড়া, শেখপাড়া, জোয়ার্দ্দার পাড়া, জিনতলা মল্লিক পাড়া, বাগান পাড়া থেকে শেকড়াতলা মোড় পর্যন্ত।

চুয়াডাঙ্গা পৌর এলাকায় কর্মরত পুলিশের বিশেষ দলগুলোকে তদারকির দায়িত্বে রয়েছেন পুলিশ পরিদর্শক এরশাদুল কবীর চৌধুরী, ইউনুছ আলী, শেখ আতিয়ার রহমান, রিজার্ভ পরিদর্শক (আরআই) জামশেদ আলম, আরআরআই আমিরুল ইসলাম ও পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম।

জেলা পুলিশের ডিআইও-১ পরিদর্শক নাজমুল হুদা জানান, ঈদকে সামনে রেখে মানুষের নির্বিঘ্নে চলাচল ও অপরাধ দমনে দিনে এবং রাতে পুলিশের এসব বিশেষ দল দায়িত্ব পালন করছে। এছাড়া পৌর এলাকার বাইরে সংশ্লিষ্ট থানাসমূহের ভারপ্রাপ্ত কর্মকর্তারা নিজস্ব উদ্যোগে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। তিনি বলেন, এজন্য জনসাধারণকেও অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে হবে।

Leave a comment