আজ দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন

 

দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আজ সোমবার। এরই মধ্যে নির্বাচন পরিচালনা পর্ষদ সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দর্শনা প্রেসক্লাব ভোট কেন্দ্রে গোপন ব্যালোটের মাধ্যমে ক্লাবের সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করবে। ভোট চলাকালীন প্রেসক্লাব চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সাবেক সভাপতি আওয়াল হোসেন ও সাবেক সাধারণ ইকরামুল হক পিপুল, সহসভাপতি পদে মাঠে রয়েছেন, আজিমুদ্দিন আহম্মেদ, কামরুজ্জামান যুদ্ধ, সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক হারুন রাজু ও এসএম ওসমান, যুগ্মসম্পাদক পদে আহসান হাবীব মামুন ও আ. জলিল, সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, মনিরুজ্জামান সুমন ও নুরুল আলম বাকু, দফতর সম্পাদক পদে জিল্লুর রহমান মধু ও সাব্বির আলীম, সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান কচি, মাহমুদ হাসান রণি, কার্যনির্বাহী সদস্য পদে বর্তমান সভাপতি হানিফ মণ্ডল, সাবেক সহসভাপতি ইয়াছির আরাফাত মিলন, জামান তারিক, চঞ্চল মেহমুদ ও রাজিব মল্লিক। এছাড়া কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদি হাসান এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুনজুরুল ইসলাম। নির্বাচন পরিচালনা পর্ষদের দায়িত্বে রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ্যাড সুজা উদ্দিন, সহকারি কমিশনার মনিরুজ্জামান ধীরু ও এফএ আলমগীর।

Leave a comment