আর্জেন্টিনার কোপা দলে নেই তেভেজ ও দিবালা

 

মাথাভাঙ্গা মনিটর: দু যুগ পেরিয়ে গেছে, এখনো আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো শিরোপা ছুয়ে দেখা হয়নি আর্জেন্টিনার। গত বিশ্বকাপে খুব কাছাকাছি গিয়েও জিততে পারেনি বিশ্বকাপ। সেই শিরোপা খরা ঘোচাতে শতবর্ষী কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার ২৩ সদস্যের দল ঘোষণা করলেন আর্জেন্টিনার কোচ টাটা মার্টিনো। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ তেভেজ। এছাড়া ফর্মের তুঙ্গে থাকা দিবালাকেও দলে রাখেননি মার্টিনো। দুদিন আগেই তেভেজের অসাধারণ নৈপুণ্যে কোপা লিবারতোদরেসের সেমিফাইনালে ওঠে বোকা জুনিয়র্স। কিন্তু সে পারফরম্যান্সও নজর কাড়তে পারেনি কোচের। কিন্তু জুভেন্টাস তারকা দিবালার দলে না থাকাটা সবাইকেই বিস্মিত করেছে।

২২ বছর বয়সী দিবালা এই মরসুমে জুভেন্টাসের হয়ে ৪৫ ম্যাচে ২৩ গোল করেছেন। দলকে টানা পঞ্চম ইতালিয়ান লিগ জিততেও তার ভূমিকা ছিলো। কিন্তু শুক্রবার ঘোষিত আর্জেন্টিনা দলে তার না থাকাটা অনেকটা অপ্রত্যাশিত। কোপার দলে না থাকলেও আর্জেন্টিনার অলিম্পিক দলে ঠিকই রয়েছেন দিবালা। আর্জেন্টিনা স্কোয়াড: গোলকিপার: সার্জিও রোমেরো, নাহুয়েল, গুজম্যান, মারিয়ানো আন্দুজার ডিফেন্ডার: ফাকুন্ডো রংকাগলিয়া, মার্কস রোহো, নিকোলাস ওটামেন্ডি, রামিরো ফিউনেস মুরি, গাব্রিয়েল মার্কাদো, জোনাথন মাইদানা, ভিক্টর কুয়েস্তা। মিডফিল্ডার: হাভিয়ের মাসচেরানো, আগুস্তো ফার্নান্দেজ, মাতিয়াস ক্রানাভিত্তর, এভার বানেগা, লুকাস বিলিয়া, এরিক লামেলা, হাভিয়ের পাস্তোরে, এঞ্জেল ডি মারিয়া ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, নিকোলাস গাইতান, ইজিকুয়েল লাভেজ্জি।

Leave a comment