মুস্তাফিজকে রবী শাস্ত্রীর সতর্কবাণী

 

মাথাভাঙ্গা মনিটর: বিশ্ব ক্রিকেটে অনেকদিন ধরেই চলছে মুস্তাফিজের প্রশংসা। আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএলও মাতিয়ে চলছে এ কাটার মাস্টার। বর্তমান থেকে শুরু করে সাবেক কিংবদন্তীদের প্রশংসায় ভাসছেন টাইগার এ তারকা। তবে এবার এ বাংলাদেশের বিরল এই প্রতিভাকে খুব সাবধানে, বুঝেসুঝে ব্যবহার করার পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। ভারতীয় সংবাদমাধ্যমের একটি মন্তব্য প্রতিবেদনে তিনি বলেন, মুস্তাফিজুরের আরো যত্ন নেয়া জরুরি। এ রকম খাঁটি প্রতিভাকে লালন করার জন্য সঠিক লোক চাই। ছেলেটা কিন্তু এখনো শরীর আর মনের দিক থেকে কিশোরই। শরীরটাও তাই পুরোপুরি শক্তপোক্ত হয়ে ওঠেনি। ওর মতো প্রতিভাকে কিন্তু খুব সাবধানে, বুঝে ব্যবহার করতে হবে। তিনি আরও বলেন, মুস্তাফিজুরের একটা বিরল ডেলিভারি আছে। এমনিতে ওর অস্ত্র দুরন্ত সুইং, ধারালো কাটার, আর এমন একটা ইয়র্কার, যেটা ব্যাট থামাবে সাধ্য কী! তবে মুস্তাফিজুরের সবচেয়ে ধারালো অস্ত্র  হল সেই ডেলিভারিটা, যেটা পিচে পড়ে থমকে গিয়ে ব্যাটসম্যানের সামনে লাফিয়ে ওঠে। আর বেশির ভাগ সময়ই ব্যাটসম্যান সেটা কভারের ওপর দিয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে ফেলে। এই বলটা করার সময় ওর বোলিং অ্যাকশনে কিন্তু কোনো পরিবর্তন হয় না।