মুস্তাফিজকে শোয়েব আখতারের পরামর্শ

মাথাভাঙ্গা মনিটর: অভিষেকের পর থেকেই ক্রিকেট বিশ্বের নজর মুস্তাফিজুর রহমানের দিকে। আন্তর্জাতিক  ক্রিকেটের পর আইপিএলও মাতাচ্ছেন হায়দরাবাদ সানরাইজার্সের হয়ে। এবার এই কাটার মাস্টারকে পরামর্শ দিলে স্পিডস্টার শোয়েব আখতার। গতকাল শুক্রবার দিল্লির বিপক্ষে ম্যাচের আগে সনি সিক্সে শোয়েব মুস্তাফিজকে কিছু পরামর্শ দেন।  তিনি বলেন, এক-দুই ম্যাচ ভালো করতে না পারায় এটা ভাবা ঠিক হবে না যে মুস্তাফিজ এখন খারাপ বোলার। যেহেতু তাকে নিয়ে প্রতিপক্ষ দলগুলো বেশ হোমওয়ার্ক করছে, তাই ভবিষ্যতে মুস্তাফিজকে তার বোলিংয়ে আরও নতুনত্ব আনতে হবে। খেলতে হবে বড় টুর্নামেন্টগুলোতে।

তিনি আরও বলেন, শুরুতে মুস্তাফিজ ভারতীয় ব্যাটসম্যানদের বেশ ভুগিয়েছে। পরবর্তীতে পাকিস্তানকেও ভুগিয়েছে। এমনকি তার কাটারে পরাস্ত হয়েছে অস্ট্রেলিয়াও। এখন বড় টুর্নামেন্টে তার এগিয়ে যাওয়ার পালা। যখন থেকে সে আইপিএল-এ খেলছে অনেকেই তার খেলা দেখছে। তার বোলিং নিয়ে বিশ্লেষণ করছে এবং সেই বোলিংয়ের রহস্য খুঁজছে। আমি বলবো, ভবিষ্যতে বোলিংয়ে আরও নতুনত্ব আনতে হবে ফিজকে।