টিপ্পনী:

খবর : (পিলখানা হত্যাকাণ্ড : ১৫২ জনের ফাঁসি)
অনেক রকম চললো খেলা
খেলার হলো শেষ,
বেলা শেষে কান্না-হাসির
খতম হলো বেশ।

নারকীয় কাণ্ড এ কী
পিলখানা তাই কাঁদে,
সেদিন কী হয় আকাশ-বাতাস
ফাটলো প্রতিবাদে।

সেই প্রতিবাদ আদালতেও
তুললো ভীষণ সুর,
পাঁচ বছরের কান্না এবার
রায় পেয়ে হয় দূর।

-আহাদ আলী মোল্লা