গাংনী প্রতিনিধি: ইয়াবা ট্যাবলেট ও দুই পুরিয়া হেরোইনসহ নাজির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার মধ্যরাতে মেহেরপুর গাংনী উপজেলার শুকুরকান্দি ব্রিজ থেকে তাকে গ্রেফতার করে কুমারিডাঙ্গা ক্যাম্প পুলিশ। গ্রেফতার নাজির হোসেন ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার খবির উদ্দীনের ছেলে।
জানা গেছে, মাদক বিক্রির উদ্দেশে শুকুরকান্দি নির্মাণাধীন ব্রিজের নিচে অবস্থান করছিলো নাজির হোসেন। এ সময় অভিযান চালিয়ে কুমারিডাঙ্গা পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সুফল তাকে গ্রেফতার করেন। তার কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট ও ২ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গতকালই তার নামে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে গাংনী থানা।