যারা সুন্দর ও খোলা মনের মানুষ তারা ব্যায়াম বা শরীর চর্চায় আগ্রহী

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জিমনেসিয়ামের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে ৩ বছর মেয়াদি নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মহান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। হুইপ বলেন সুস্থভাবে বেঁচে থাকতে হলে নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চার বিকল্প নেই। আমি মনে করি যারা সুন্দর ও খোলা মনের মানুষ তারা ব্যায়াম বা শরীর চর্চায় আগ্রহী। একজন মানুষ যদি এক ঘণ্টা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা দেখে বা উপভোগ করেন তা হলে সে দুনিয়ার সকল কিছু ভুলে থাকে। আর এ ভুলে থাকা সময়টা সব চেয়ে আনন্দের ও খুশির। তাই জিমনেসিয়াম সুস্থ, সবল ও খোলা মনের মানুষদের জন্য একটি আর্শিবাদ স্বরূপ প্রতিষ্ঠান। কারণ সকল রোগের ওষুধ ব্যায়াম। ব্যায়াম করলে শরীর ও মন দুটিই ভালো থাকে। তাই সবাইকে সকাল সন্ধ্যা নিয়মিত ব্যায়ম করা উচিৎ। আর জিমনেসিয়ামের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জিম নিয়ে ব্যস্থ থাকার পাশাপাশি অন্যান্য খেলার দিকেও নজর রাখুন। এজন্য জেলা প্রশাসকের সহযোগিতার পাশাপাশি প্রয়োজনে আমিও সকল প্রকার সহযোগিতা করবো। একই সাথে প্রতিষ্ঠানের উত্তর উত্তর সাফল্য কামনার পাশা-পাশি নবনির্বাচিত পরিষদের সকলকে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মোতালেবের সভাপতিত্বে মঞ্চে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাঙগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু ও জিমনেসিয়ামের সদস্য আলাউদ্দীন হেলা। এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ। নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সকলকে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. কাইজার আহম্মেদ জোয়ার্দ্দার শিল্পী। আলোচনা সভার শুরুতেই নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুল মোতালেব স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডা. হারুন অর রশীদ পলাশ। অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিমনেসিয়ামের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Leave a comment