এসআই অচিন্ত্যকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ক্লোজড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের নির্বাচনী এলাকার স্ট্রাইকিং ৫’র ইনচার্জ এসআই অচিন্ত্য কুমারকে ক্লোজড করা হয়েছে। গতকাল সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে তাকে ক্লোজ করা হয়।

জানা গেছে, আজ ৭ মে আলমডাঙ্গা উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ নির্বাচন। পুরো নির্বাচনি এলাকাজুড়ে পুলিশের স্ট্রাইকিং ফোর্স টহলের ব্যবস্থা করা হয়েছে। গতকাল স্ট্রাইকিং ৫’র দায়িত্ব ছিলো কুমারী ইউনিয়নের  যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়, গোভীবল্লভপুর নব্য সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারদুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওদা দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিরাপত্তা বিধানের। স্ট্রাইকিং ৫’র ইনচার্জ ছিলেন এসআই অচিন্ত্য কুমার। গতকাল ৬ মে বিকেলে তিনি থানা থেকে  ডিউটিতে বের হয়ে চলে যাওয়ার পর সন্ধ্যায় তাকে চুয়াডাঙ্গা পুলিশ ফাঁড়িতে ক্লোজড করে নেয়া হয়। তার স্থলাভিষিক্ত করা হয়েছে চুয়াডাঙ্গা সদর থানার এসআই ওয়াহেদুজ্জামানকে। এ ব্যাপারে নানা গুঞ্জন ছড়ালেও তাকে ক্লোজ করার নির্দিষ্ট কারণ জানা যায়নি। মোবাইলফোনে এসআই অচিন্ত্য কুমারকে ক্লোজ করার কারণ জিজ্ঞেস করলে তিনি জানান, তার স্ট্রাইকিং ৫ এ মোট ১৪ জন সদস্য। ১৪ জনের জন্য গতকাল একটা মাইক্রোবাস দেয়া হয়েছিলো। আগামীকাল (আজ) থেকে একটা পিকাপও দেয়া হবে। কিন্তু গতকাল ১৪ জন এক মাইক্রোবাসে যাওয়া সম্ভব ছিলো না। কে কে যাবে তাই নিয়ে আর আর এফ সদস্যদের মধ্যে ঠেলাঠেলি হচ্ছিলো। সেকারণে তিনি ৪ জন আনসার সদস্যকে নিয়ে চলে যান ডিউটিতে। এদিকে, বিষয়টি আর আর এফ কর্তৃক অন্যভাবে হয়তো এসপি সার্কেলের নিকট অভিযোগ করা হতে পারে। এ বিষয়ে চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) ছূফী উল্লাহ জানান, তাকে নির্বাচন সংক্রান্ত কোনো বিষয়ে ক্লোজ করা হয়নি। তিনি তার টিমমেটদের সাথে অসৌজন্যমূলক আচারণ করার কারণে তাকে ক্লোজড করা হয়েছে।