কোটচাঁদপুরে ব্যবসায়ীকে মিথ্যা অপবাদে ফাঁসিয়ে সুবিধা আদায়ের অভিযোগ তুলে থানায় মামলা দায়ের

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর পৌরসভার দুধসরা গ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়ের জন্য এলাকার কতিপয় ব্যক্তি নানা ফন্দি-ফিকির এঁটে তাকে হয়রানি করে চলেছে। এ অভিযোগ তুলে হয়রানির শিকার ওই ব্যবসায়ী প্রতিকার পেতে এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, দুধসরা গ্রামের আনছার আলী দেওয়ানের ছেলে নজরুল ইসলাম বিল্লাল গ্রামে ভূসি মালের ব্যবসা করে আসছে। গ্রামের মৃত জয়নালের ছেলে হানিফ দীর্ঘদিন যাবৎ তাকে নানাভাবে হয়রানি করে আসছে। এবার পৌর নির্বাচনে হানিফ কাউন্সিলর পদে নির্বাচন করে। এ নির্বাচনে নজরুল ইসলাম বিল্লাল একাধিক বার নির্বাচিত আনারুল ইসলাম সেন্টুর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। নির্বাচনে আনোয়ারুল ইসলাম সেন্টু বিজয়ী হয়ে এক নম্বর প্যানেল মেয়র মনোনীত হয়েছেন। এ নির্বাচনকে কেন্দ্র করে হানিফের সাথে বিল্লালের পূর্ব শত্রুতা তীব্র আকার ধারণ করে। বিল্লালকে ফাঁসাতে হানিফের পূর্ব পরিকল্পনা মতো গত ২৫ এপ্রিল সকাল ১০টার দিকে বিল্লালকে বেবী খাতুনের বাড়িতে ডেকে নেয়া হয়। বেবী খাতুনের মেয়েকে তার জামাই আসাদ শারীরিক নির্যাতন করছে একথা বলে ওই বাড়িতে বিল্লালকে ডেকে নেয়ার পর জোর করে তাকে ঘরে আটকিয়ে বেবীকে দিয়ে ফাঁসানোর চেষ্টা করা হয়। কিন্তু হানিফ তার এ সাজানো নাটকে গ্রামবাসী ও প্রশাসনের কাছে সফল হতে পারেনি।

এ ঘটনায় বিল্লাল পরদিন নিজে বাদী হয়ে হানিফ, বেবী, আজিজুল, আসাদ ও ফাতেমা খাতুনের নামে থানায় একটি মামলা দায়ের করেন। এলাকার শান্তিপ্রিয় জনতা হানিফের এহেন কর্মকাণ্ডে ফুঁসে উঠেছে।

Leave a comment