মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে বাল্যবিয়ের আয়োজন করায় বর ও কনের পিতার ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গত শনিবার ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ দেন।
জানা গেছে, উপজেলার যাদবপুর ইউনিয়নের ধান্যহাড়িয়া গ্রামের মজনুর রহমানের ৮ম শ্রেণির পড়ুয়া কণ্যা আসমা খাতুনকে (১৪) একই ইউনিয়নের জলুলী গ্রামের আব্দুর রশিদের ছেলে আলামিনের (২৩) সাথে গত ৩০ এপ্রিল বিয়ের আয়োজন করায় গোপন সূত্রে সংবাদ পেয়ে মহেশপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী রওশন ইসলাম তাদেরকে মেয়ের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর আলামিন ও মেয়ের পিতা মজনুর রহমানকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। গত রোববার তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।