ভুয়া বিল ও জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক থেকে ২৩ লাখ টাকা তোলার চেষ্টা : মহেশপুরে ভূমি অফিসের কর্মচারী মহিউদ্দিন আটক

 

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ভূমি অফিসের অফিস সহকারী মহিউদ্দিন ভুয়া বিল ভাউচার ও জাল স্বাক্ষর করে সোনালী ব্যাংক থেকে ২৩ লাখ টাকা উত্তোলনের সময় হাতে-নাতে আটক করে পুলিশ।

জানা গেছে, গতকাল সোমবার সকাল ১১টায় ভূমি অফিসের কর্মচারী মহিউদ্দিন ৩টি বিলে ৮ লাখ ৯ হাজার ৭৫৬ টাকা উত্তোলনের জন্য জমা দেয়। এর মধ্যে ৩ লাখ টাকার একটি বিল পাশ হয়। বাকী বিলগুলো পাশ করার সময় সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী রওশন ইসলামের স্বাক্ষরে মিল না হওয়ায় সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নজরুল ইসলাম বিষয়টি খোজ-খবর নিয়ে জানতে পারে উক্ত বিলটি ভূয়া। এ সময় তিনি পুলিশকে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। তার কাছে হিসাবরক্ষণ অফিসের পাশ করা আরো ১৫ লাখ টাকার বিল পাওয়া যায়। মোট ২৩ লাখ ৯ হাজার ৭৫৬ টাকা উত্তোলনের চেষ্টা করেছিলো। ব্যাংক ম্যানেজার নজরুল ইসলাম বলেন, হিসাবরক্ষণ অফিসের সই-স্বাক্ষর সঠিক রয়েছে। এতে অনেক রাঘব বোয়ালরা জড়িত আছেন বলে তার মনে হয়। উক্ত মহিউদ্দিন এর আগেও তার অফিসের লোকজনের প্রভিডেন্ট ফান্ডের জাল-জ্বালিয়াতি করে টাকা তুলে আত্মসাৎ করে। পরে ধরা পড়লে তাদের টাকা পর্যায়ক্রমে ফেরত দেয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারা কারা এর সাথে জড়িত সে বিষয়ে খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ইউএনও এবং এ্যাসিল্যান্ড থানায় অবস্থান করছিলো।