দামুড়হুদা প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দামুড়হুদায় শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট দামুড়হুদা উপজেলা শাখার উদ্যোগে ওই মানববন্ধন রচিত হয়। দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীনের নেতৃত্বে দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান খাতুন, সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দীন, দামুড়হুদা পাইলট মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাদের, জেলা শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সহসভাপতি রবিউল ইসলাম, সদস্য প্রভাষক (পরিসংখ্যান) মিজানুর রহমান, শিক্ষক আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, সাইফুল ইসলাম, মিরাজুল ইসলাম প্রমুখ মানববন্ধনে অংশ নেয়।
দামুড়হুদায় শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন
