মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গড়গড়ি আবাসন প্রকল্পের বিধবা ২ সন্তানের জননীকে ধর্ষণের অপচেষ্টা করা হয়েছে। মামলা না করতে হুমকি অব্যাহত রেখেছে একই গ্রামের অভিযুক্ত খবির। এছাড়া গ্রামের একটি দালালচক্র গোপন সালিসের মাধ্যমে আপসের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের গড়গড়ির আবাসনের বিধবাকে (৪০) ধর্ষণের চেষ্টা চালায় একই গ্রামের মৃত তক্কেল আলীর ছেলে খবির (৪৫)। সে থানায় মামলা না করতেও হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত পরশু বিকেলে পুলিশের কাছে ওই বিধবা অভিযোগ করতে গেলে গ্রামের একটি মহল তাকে বাধা দিয়ে বাড়ি ফিরিয়ে দেয়। রাতে গোপন সালিসে আপসের চেষ্টা চালায় তারা।