শেষ মুহূর্তের গোলে হারলো লিভারপুল

 

মাথাভাঙ্গা মনিটর: ইউরোপা লিগে ফাইনালে ওঠার স্বপ্নে ধাক্কা খেয়েছে লিভারপুল। সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে হেরে গেছে অল রেডসরা। তবে হারলেও লিভারপুলের ফাইনালে ওঠার সম্ভাবনা অবশ্য শেষ হয়নি। আগামী বৃহস্পতিবার নিজেদের মাঠে ফিরতি লেগে ন্যূনতম দু গোলের ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার সুযোগ থাকছে তাদের। প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতের পুরো ম্যাচে বল দখলের পাশাপাশি আক্রমণেও এগিয়ে ছিলো লিভারপুল। ৬৬তম মিনিটে দুর্ভাগ্য বাঁধ না সাধলে এগিয়েও যেতে পারতো তারা, কিন্তু রবের্তো ফিরমিনোর নিচু শট পোস্টে লাগে। গোলশূন্য স্কোরলাইনে নির্ধারিত সময় শেষ হওয়ায় ‘অ্যাওয়ে ম্যাচে’ ড্রয়ের স্বস্তিতে মাঠ ছাড়ার আশা জাগে লিভারপুলের। কিন্তু শেষ মুহূর্তে দারুণ এক পাল্টা আক্রমণে দেনিস সুয়ারেসের নিঃস্বার্থ পাসে সহজেই বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করেন বদলি নামা স্পেনের ফরোয়ার্ড আদ্রিয়ান। স্পেনের আরেক ক্লাব সেভিয়া ও ইউক্রেনের দল শাখতার দোনেৎস্কের মধ্যকার শেষ চারের অন্য ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচটি ড্র হলেও প্রতিপক্ষের মাঠে মূল্যবান দুটি গোল করায় ফাইনালের পথে খানিকটা এগিয়ে গেছে সেভিয়া। আগামী বৃহস্পতিবার ঘরের মাঠে ফিরতি লেগে গোলশূন্য বা ১-১ গোলে ড্র করলেই ফাইনালে উঠে যাবে টুর্নামেন্টের বর্তমান ও সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়নরা।