এশিয়ান ভারোত্তোলনে অষ্টম বাংলাদেশের সাথী

 

মাথাভাঙ্গা মনিটর: এশিয়ান ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ওজন শ্রেণিতে অষ্টম হয়েছেন বাংলাদেশের রোকেয়া সুলতানা সাথী। গতকাল বৃহস্পতিবার উজবেকিস্তানের তাসখন্দে স্ন্যাচ (৭৩ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (৯০ কেজি) মিলিয়ে ১৬৩ কেজি তুলেন সাথী। এ ইভেন্টে সব মিলিয়ে ২৪৫ কেজি তুলে সেরা হয়েছেন চীনের ভারোত্তোলক ওয়াংলি ঝেং। এ আসরে ৬৩ কেজি ওজন শ্রেণিতে সব মিলিয়ে ১৬৩ কেজি তুলে ১৫ জনের মধ্যে ত্রয়োদশ হন গত দক্ষিণ এশিয়ান গেমসে সোনা জেতা মাবিয়া আক্তার সীমান্ত। ৫৮ কেজি ওজন শ্রেণিতে সব মিলিয়ে ১৩৪ কেজি তুলে ১৫ জনের মধ্যে চতুর্দশ হন দক্ষিণ এশিয়ান গেমসে এ ইভেন্টে রুপা জেতা ফুলপতি চাকমা। আর ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৩০ কেজি তুলে ২০ জনের মধ্যে সপ্তদশ হন দক্ষিণ এশিয়ান গেমসে ব্রোঞ্জ জেতা মোল্লা সাবিরা।