স্টাফ রির্পেটার: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাধবিতলার ওয়েল্ডিং মিস্ত্রি আহাদকে রাতের আঁধারে বোয়ালমারী গ্রামের ঈদগাহপাড়ায় কুপিয়ে জখম করেছে নির্বাচনী প্রতিপক্ষ। রাতেই তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল থানায় মামলা হয়েছে। আবারো হামলা হতে পারে সন্দেহে পরিবার পরিজন নিয়ে বোয়ালমারী গ্রামে অবস্থান করেছে সে।
জানা গেছে, গত রোববার রাত সাড়ে ১১টার দিকে আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের মাধবিতলা গ্রামের আতিয়ার মণ্ডলের ছেলে আহাদ আলী (৩৫) চুয়াডাঙ্গা জেলা সদরের বোয়ালমারী গ্রামে বুড়োর বাড়ি থেকে গান শুনে বাড়ি ফিরছিলো। এ সময় গ্রামের ঈদগাহপাড়ায় আসলে পূর্ব থেকে উৎ পেতে থাকা খুদিয়াখালী গ্রামের আবু তালেব, আজিবারসহ আরো অজ্ঞত ৫/৬ জন ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে বোয়ালমারী গ্রামবাসী ছুটে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্বার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় ১৫টি সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে।
আহাদ আলী অভিযোগ করে জানাই, রোববার বিকেলে পূর্বকমলাপুর ব্রিজ মোড়ের একটি চায়ের দোকানে ওই আসামিদের সাথে খুদিয়াখালী গ্রামের মেম্বার ভোট নিয়ে কথা কাটাকাটি হয়। গ্রামের এক মেম্বার প্রার্থীর নাম উল্ল্যেখ করে বলে, তার পক্ষে ভোট না করে ভুল করেছিস তোর বাড়ি ঘর ভেঙে গ্রামে থেকে তুলে দেয়া হবে। ঘটনার রাতেই হুকিদাতারা আহাদের ওপর হামলা চালিয়েছে বলে সে জানাই। হামালাকারীরা আবারো হামলা করতে পারে বলে ভয়ে সে নিজ বাড়ি ছেড়ে পরিবারের লোকজন নিয়ে বোয়ালমারী গ্রামে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে।