মেহেরপুর জেলা ও উপজেলায় প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ বিতারণ অনুষ্ঠিত

???????????????????????????????

দেশে কোন খাদ্য ঘাটতি নেই : আমরা এখন খাদ্য রপ্তানি করি

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা ও উপজেলায় প্রান্তিক চাষিদের মাঝে সার ও বীজ  বিতারণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে কোনো খাদ্য ঘাটতি নেই। দেশে খাদ্য উৎপাদন করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। আগের মতো কৃষককে তেল, সার, বীজের জন্য লাইনে দাঁড়াতে হয় না। কৃষকরা যাতে তাদের ফসলের নায্যমূল্য পায় সে জন্য বর্তমান সরকার সব রকমের পদক্ষেপ গ্রহণ করেছে। মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত সদর উপজেলা হলরুমে গতকাল রোববার দুপুরে আউশ আবাদ প্রণোদনা প্যাকেজের আওতায় কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার খাঁ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান প্রমুখ।

পর্যায়ক্রমে জেলার ২ হাজার ৭০৫ জর চাষিদর মাঝে ৫ কেজি আউশ উফসি ধান বীজ, ২০ কেজি ইউরিয়া, ২০ কেজি ডিওপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হবে। এছাড়াও তাদের মাঝে মোবাইল ব্যাংকিঙের মাধ্যেমে সেচ খরচ হিসাবে প্রতিজনকে ৪০০ টাকা করে দেয়া হবে বলে অনুষ্ঠানের বক্তারা বলেন।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, আমাদের দেশে এখন কোনো খাবারের হাহাকার নেই, দেশ আজ দূত গতিতে সামনের দিকে এগিয়ে  যাচ্ছে, আজ যাদের মাঝে  বিনামূল্যে সার ও বীজ এবং ৩০% ভৃর্তকি মূল্যে ধান ও গম কাটার রিপার বিতারণ করছি তারাও সুস্থভাবে জীবন যাপন করছে। দেশের সকল মানুষ যাতে পুষ্টিখাদ্য খেয়ে ও উন্নত চিকিৎসা পেয়ে নিরাপদে সুস্থভাবে জীবন যাপন করতে পারে তার জন্যে সরকার নিরন্তর মনোযোগীভাবে কাজ করে যাচ্ছে। গতকাল রোববার দুপুরে মুজিবনগর কৃষি সম্পসারণ অফিসের আয়াজনে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রন্তিক চার্ষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ  বিতারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন এ কথাগুলো বলেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক বাগোয়ান ইউনিয়ন আয়ূব হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোফাক্খারুল  ইসলাম প্রমুখ।

?
?

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, আউশ আবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় মেহেরপুরের গাংনী উপজেলার ৯৩০ জন চাষির মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে উপজেলা মিলনায়তনে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে সরকার প্রণোদনার দিচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা আ.লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম ও শহীদ স্মৃতি পাঠাগারের সহসভাপতি ইয়াছিন রেজা।