Untitled

গাংনীতে নবাগত জেলা প্রশাসকের পরিচিতি সভা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: নবাগত জেলা প্রশাসক পরিমল সিংহ গাংনী উপজেলায় আগমন উপলক্ষে পরিচিতি সভা গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসন এ পরিচিতি সভার আয়োজন করেন।

উপজেলা নির্বাহী অফিসার আরিফ উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান, বিশিষ্ট সংগঠক সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলী, গাংনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খোরশেদ আলী, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, রমজান আলী ও সাংবাদিক মাজেদুল হক মানিক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।